বিমানে ২০১৯ টাকায় ঢাকা-রাজশাহী

পবিত্র ঈদ-উল-ফিতরে ‘ঈদ অফার’ হিসেবে ২০১৯ টাকায় ঢাকা-রাজশাহী অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার ও ইউএস বাংলা। নিয়মিত ফ্লাইটের পাশাপাশি একটি করে বিশেষ ফ্লাইটও শুরু করেছে বেসরকারি বিমান পরিচালনাকারী এই দুই এয়ারলাইনস।

বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে এই বিশেষ ফ্লাইট। চলবে আগামী ৪ জুন পর্যন্ত।

জানা গেছে, অন্য সময় রাজশাহী-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া থাকে দুই হাজার ৭০০ টাকা। তবে এবার ঈদে নভোএয়ার ও ইউএস-বাংলা চলতি বছরের সঙ্গে মিল রেখে তাদের ভাড়া নির্ধারণ করেছে ২০১৯ টাকা। এই ভাড়ায় বিমানে ভ্রমণ করা যাবে ৪ জুন পর্যন্ত। বিশেষ ফ্লাইটও ওই দিন পর্যন্তই চলবে।

রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে থাকা ইউএস বাংলার রাজশাহী স্টেশন ইনচার্জ মোশারফ হোসাইন জানান, রাজশাহী-ঢাকা অভ্যন্তরীণ রুটে বৃহস্পতিবার থেকে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে সকাল ৯টা ৪০ মিনিটে। রাজশাহী পৌঁছায় ১০টা ৩০ মিনিটে। রাজশাহী থেকে ছেড়ে যায় বেলা ১১টায়। ঢাকার আন্তর্জাতিক শাহজালাল (রহ.) বিমান বন্দরে পৌঁছায় বেলা ১১টা ৫০ মিনিটে।

এছাড়া তাদের নিয়মিত ফ্লাইট আগের নিয়মেই চলবে। এটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসবে দুপুর ৩টায়। রাজশাহী পৌঁছাবে ৩টা ৫০ মিনিটে। রাজশাহী থেকে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বিকাল ৪টা ২০ মিনিটে। ঢাকার আন্তর্জাতিক শাহজালাল (রহ.) বিমানবন্দরে পৌঁছাবে বিকাল ৫টা ১০ মিনিটে।

মোশারফ হোসাইন বলেন, ঈদ উপলক্ষে তারা সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছেন এই রুটের প্লেন যাত্রীদের জন্য। সবার জন্য ফ্ল্যাট রেট ‘২০১৯’ টাকা। অন্য সময় তাদের সর্বনিম্ন ভাড়া দুই হাজার ৭০০ টাকা। সর্বোচ্চ ভাড়া আট হাজার ৫০০ টাকা।

অন্যদিকে নভোএয়ার এয়ারলাইনসের স্টেশন ইনচার্জ সাব্বির হোসেন জানান, তাদের বিশেষ ফ্লাইট ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসবে দুপুর ১টা ৪৫ মিনিটে। রাজশাহী পৌঁছাবে ২টা ৩০ মিনিটে। রাজশাহী থেকে ছেড়ে যাবে দুপুর ৩টা ১৫ মিনিটে। ঢাকার আন্তর্জাতিক শাহজালাল (রহ.) বিমান বন্দরে পৌঁছাবে বিকাল ৪টায়।

এছাড়া তাদের নিয়মিত ফ্লাইট আগের নিয়মেই চলবে। এটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসবে সকাল ৯টা ৪০ মিনিটে। রাজশাহী পৌঁছাবে ১১টা ২০ মিনিটে। রাজশাহী থেকে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বেলা ১১টা ৫০ মিনিটে। ঢাকার আন্তর্জাতিক শাহ জালাল (রহ.) বিমানবন্দরে পৌঁছাবে দুপুর ১২টা ৩০ মিনিটে।

রাজশাহী শাহমখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, এখানে বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস বাংলা ও নভোএয়ার ফ্লাইট পরিচালনা করে আসছে। প্নেন সংকটের কারণে বাংলাদেশ এয়ারলাইনস এবার ঈদে বাড়তি কোনো ফ্লাইট পরিচালনা না করলেও অন্য দুইটি এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। তাই প্লেন যাত্রীদের আকাশ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে তারা সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ