আখাউড়া স্থলবন্দর ৭ দিন বন্ধ থাকবে

পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, রোববার লাইলাতুল কদর উপলক্ষে বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে।

সোমবার বন্দর খোলা থাকলেও ঈদুল ফিতর উপলক্ষে ৪ জুন থেকে ৯ জুন রোববার পর্যন্ত টানা ছয় দিন বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামী ১০ জুন থেকে এ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে বলে তিনি জানান।

আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট শান্তি বরণ চাকমা জানান, ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা (এসআই) আবদুল হামিদ জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ