‘সাধারণ নাগরিকদের নির্বাচনে নিরুৎসাহিত করা হচ্ছ ‘

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, নানা অজুহাত বের করে বেছে বেছে বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হচ্ছে। এটার রাজনৈতিক উদ্দেশ্য কী, আমি জানি না। এর মাধ্যমে যারা বিভিন্ন দলের বাহিরে সাধারণ নাগরিক নির্বাচন করতে চায় তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে।

সোমবার নির্বাচন কমিশনে কুড়িগ্রাম-৪ আসন থেকে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আপিল দাখিলের জন্য নির্বাচন কমিশন ভবনে আসার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ইমরান এইচ সরকার বলেন,  রোববার মনোনয়ন বাছাইয়ে কুড়িগ্রাম-৪ আসন থেকে আমার প্রার্থীতা বাতিল হয়েছে। যে অজুহাতে বাতিল করা হয়েছে সেটি কোনো বড় অজুহাতই নয়। কেননা এ অজুহাতে বাতিল করা হলে, আমরা মনে হয় বাংলাদেশে কারো মনোনয়নই টিকবে না। উদ্দেশ্যেপ্রণোদিতভাবে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, আমার মনোনয়ন বাতিলের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সবার জন্য যে সমান সুযোগ রয়েছে তা নষ্ট করা হচ্ছে।

 তিনি আরও জানান, কুড়িগ্রাম-৪ আসন থেকে ১০ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে নানা অজুহাতে। মনোনয়নপত্রে সঙ্গে ভোটারের স্বাক্ষর জমা দেয়া হয়েছে, কারো নামের বানানের ভুল, কারো সিরিয়ালে ভুল বা ভোটার পরিচয় তদন্তে করতে গিয়ে তারা একজনকে বাড়িতে পাননি। এসব কারণে মনোনয়নগুলো বাতিল করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ