বিএনপির স্থায়ী কমিটিতে স্থান পেলেন সেলিমা-টুকু

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। তারা দুজনই বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী জানান, দলের গঠনতন্ত্রের প্রাপ্ত ক্ষমতাবলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির শূন্যপদে সেলিমা রহমান ও ইকবাল হাসান টুকুকে নিয়োগ দিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, এম কে আনোয়ার ও তরিকুল ইসলাম মারা যাওয়ায় কয়েকটি পদ শূন্য হয়। সেই শূন্য পদে ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমানকে নিয়ে আসা হলো। এখনও স্থায়ী কমিটির তিনটি পদ খালি আছে।

সেলিমা রহমানের বাড়ি বরিশালে। তিনি রাশেদ খান মেননের আপন বোন, তার বাবা জব্বার খান পাকিস্তান আমলে পার্লামেন্টের স্পিকার ছিলেন। অন্যদিকে ইকবাল হাসান টুকুর বাড়ি সিরাজগঞ্জে। তিনি একসময় আওয়ামী ঘরনার রাজনীতির সাথে যুক্ত ছিলেন। বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালের বন্ধু ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ