রেমিটেন্স ১৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এক হাজার ৬০০ কোটি ডলার (১৬ বিলিয়ন) ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই বৃদ্ধির ফলে রেমিটেন্সের ইতিহাসে অতীতের সব রেকর্ড ভঙ্গ হলো।

২০১৪-১৫ অর্থবছরের ১৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার ছিল প্রবাসীদের পাঠানে সর্বোচ্চ রেমিটেন্স।

রোববার বাংলাদেশ ব্যাংক বিদায়ী অর্থবছরের (২০১৮-১৯) শেষ মাস জুনের ২১ দিনের রেমিটেন্সের তথ্য প্রকাশ করেছে।

প্রকাশিত বিবরণীতে দেখা যায়, এই ২১ দিনে (১ জুন থেকে ২১ জুন পর্যন্ত) ৯৭ কোটি ২৯ লাখ রেমিটেন্স এসেছে বাংলাদেশে।

অর্থবছরের ১১ মাসে অর্থাৎ জুলাই-মে সময়ে এসেছিল এক হাজার ৫০৫ কোটি ৯০ লাখ (১৫.০৫ বিলিয়ন) ডলার।

যা ২০১৮-১৯ অর্থবছরের ১১ মাস ২১ দিনে (২০১৮ সালে ১ জুলাই থেকে ২০১৯ সালের ২১ জুন) এক হাজার ৬০৩ কোটি ২০ লাখ ডলারে (১৬.০৩ বিলিয়ন) দাঁড়ায়।

চলতি অর্থবছরের ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত আরও ২৫ থেকে ৩০ কোটি ডলার রেমিটেন্স আসবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। আর তাতে এবার রেমিটেন্স ১৬ দশমিক ৩০ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে বলে জানান তিনি।

রোজা ও ঈদকে সামনে রেখে প্রবাসীরা দেশে বেশি অর্থ পাঠানোয় মে মাসে ১৭৫ কোটি ৫৮ লাখ ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে: যা ছিল মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

২০১৭-১৮ অর্থবছরে এক হাজার ৪৯৮ কোটি ১৭ লাখ (১৪.৯৮ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা। ওই অঙ্ক ২০১৬-১৭ অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৩২ শতাংশ বেশি ছিল।

জানা গেছে, বর্তমানে এক কোটির বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। জিডিপিতে তাদের পাঠানো অর্থের অবদান ১২ শতাংশের মত।

 

টাইমস/এএইচ/এসআই

 

 

Share this news on: