করদাতাদের সুবিধার্থে শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

করদাতাদের কর দেওয়ার সুবিধার্থে ২৯ জুন (শনিবার) তফসিলী ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে চেক/চালান/পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক সকল তফসিলী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ শনিবার খোলা রাখার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

বিশেষ করে জেলা পর্যায়ের সকল ব্যাংক এবং উপজেলা পর্যায়ের সোনালী ব্যাংকের শাখা খোলা রাখতে হবে বলে সার্কুলারে নির্দেশনা দেয়া হয়েছে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: