বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল হাসপাতালে ভর্তি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে ইস্কাটনের বাসায় অসুস্থ হয়ে পড়লে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার একান্ত সহকারি মোকছেদুর রহমান আবির বলেন, ‘স্যার বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্যার নিউরো সমস্যায় ভুগছেন।’

তিনি আরো জানান, নিউরো বিশেষজ্ঞ অধ্যাপক শফিকুল আলমের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

অসুস্থতা ও নানা ধরনের শারীরিক সমস্যার কারণে ব্যারিস্টার রফিকুলকে অনেকদিন ধরেই দলীয় কর্মকাণ্ডে দেখা যায় না। খালেদা জিয়ার প্রথম সরকারের (১৯৯১-৯৬) মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

সম্পদের হিসাব বিবরণী না দেয়ায় ২০১৮ সালের ২০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের এক মামলায় তিন বছরের কারাদণ্ড হয় ব্যারিস্টার রফিকুলের। ওইদিনই তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন পান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহিদা রফিক রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।

 

টাইমস/এসআই

Share this news on: