খালেদা জিয়াকে মুক্ত করে ঘরে ফিরব: দুদু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা ঘরে ফিরবো বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত প্রতীকী অনশনে তিনি এ মন্তব্য করেন।

জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি এ অনশনের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে দুদু বলেন, শিক্ষকরা আজ পেটের দায়ে রাস্তায়, সাংবাদিকদের চাকরির নিশ্চয়তা নেই, শ্রমিকের শ্রমের মূল্য নেই, আদালতে বিচারকের সামনে খুন হচ্ছে। দেশের পুলিশ-প্রশাসন, বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা- সবকিছু ভেঙে পড়েছে।

তিনি বলেন, এখন দেশে স্বাভাবিক কোনো নির্বাচন হয় না। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে। সরকার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা ঘরে ফিরবো।

দুদু বলেন, ইতিমধ্যে বিএনপি রাস্তায় নেমেছে। রাস্তার আন্দোলনকে বেগবান করার জন্য বরিশালে আমরা সমাবেশ করেছি। শনিবার সমাবেশ হবে চট্টগ্রামে। আগামী ২৫ জুলাই হবে খুলনায়। পর্যায়ক্রমে সব বিভাগেই সমাবেশ হবে। এরপর সব জেলাতে সমাবেশ করা হবে।

‘যিনি বাংলাদেশের গণমানুষের জন্য কাজ করার জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, নারীশিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন, এদেশের মেহনতি কৃষকদের জন্য কাজ করেছেন, আজকে সেই দেশনেত্রীকেই মিথ্যা-বানোয়াট মামলায় তথাকথিত বিচারের নামে বন্দী করে রাখা হয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, দেশে ধর্ষণ যেন এখন উৎসবে পরিণত হয়েছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আমার মা-বোনেরা কেউ-ই রেহাই পাচ্ছে না। ঘর থেকে বের হতে পারছে না নিরাপত্তার অভাবে। এই দেশে নারী পরিষদ যে সংগঠনগুলো আছে, এক সময় তারা একটা ধর্ষণের জন্য সারাদেশ তোলপাড় করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো- এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-মহাসচিব আব্দুল্লাহ হিল মাসুদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সংগঠনের মহাসচিব ড. মমতাজ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, কৃষকদলের সদস্য লায়ন মিয়া মো. আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024