বাংলাদেশ ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের বাজেট দেবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, ২০৩৪ সাল নাগাদ ট্রিলিয়ন ডলার (প্রায় ৮৬ লাখ কোটি টাকা) বাজেট দিবে বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে ২০১৮ সালের সেরা প্রকল্পগুলোর পুরষ্কার বিতরণীতে এই তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, এটি একটি স্বপ্ন যা বাস্তবায়ন সম্ভব। বর্তমানে দেশে যেসব প্রকল্পগুলো চলমান অবস্থায় রয়েছে সেগুলো বাস্তবায়িত হলে দেশের চেহারার অভাবনীয় পরিবর্তন হবে বলে।

২০৩০ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনীতির দেশ, বলেন মুস্তাফা কামাল।

এর আগে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ জানান, এ বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ১ শতাংশ হতে পারে। যা তাদের আগের পূর্বাভাসের চেয়ে বেশি। ২০২০ সাল নাগাদও তা ৮ শতাংশ থাকবে বলে মনে করছে সংস্থাটি।

অনুষ্ঠানে এডিবির অর্থায়নের বেশ কয়েকটি প্রকল্পকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার দেওয়া হয়।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ