‘আমাদের সবার দায়িত্বশীল কথাবার্তা বলা উচিৎ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী এখন দেশে নাই। আমার মনে হয় এই সময়টা অত্যন্ত সংবেদনশীল। এই সময় আমাদের সবারই সংযত হয়ে দায়িত্বশীল কথা-বার্তা বলা উচিত। কথা বেশি না বলে কাজে মনোনিবেশ করেন সবাই।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা অনেক সময় দায়িত্বহীন কথা বলে থাকি। সকলের দায়িত্বশীল কথা বলা উচিত। ডেঙ্গুকে সহজভাবে নেয়ার উপায় নেই। অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে বলে আমরা যে নিজেদের দায়িত্ব উপেক্ষা করব, এটারও কোনো সুযোগ নেই। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তাই কথা না বলে যার যার কাজে মনোনিবেশ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি।’

ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও মেয়র সাঈদ খোকনের বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা দুজনে যেটা বলেছেন, এটা তাদের নিজেদের মতামত হতে পারে। তবে ডেঙ্গুর বিষয়টাকে সহজভাবে নেয়ার কোনো উপায় নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘ডেঙ্গু ষড়যন্ত্রের অংশ এটা বলা চলে না। ডেঙ্গু একটা ব্যাধি। এডিস মশার প্রকোপ বেড়েছে এবং এডিস মশার কামড় থেকে এ রোগের উৎপত্তি। কাজেই গুজব দিয়ে রোগ সৃষ্টি করা যায়নি এবং বৃদ্ধিও করা যায় না।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসআই

Share this news on: