ন্যাপের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।

শুক্রবার ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা মওলানা ভাসানীর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রাজনীতির নিয়ন্ত্রণ এখন অরাজনৈতিক গোষ্ঠীর কাছে চলে গেছে উল্লেখ করে ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘এখন দেশে আর সহাবস্থানের রাজনীতি বিরাজ করছে না। সমাজ ও রাষ্ট্রে প্রতিহিংসা আর প্রতিশোধের রাজনীতি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। এই ক্যান্সার থেকে জাতিকে মুক্তি দিতে মওলানা ভাসানী, যাদু মিয়া ও শফিকুল গানি স্বপনের প্রদর্শিত পথে দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে।’

ন্যাপের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহার সভাপতিত্বে এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব মো. আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

টাইমস/এসআই

Share this news on: