‘ডেঙ্গু দমনে ব্যর্থ হয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে সরকার’

সরকার ডেঙ্গু দমনে ব্যর্থ হয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লালমনিরহাটের হাতিবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের সময় শনিবার দুপরে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, ‘সরকার ডেঙ্গু দমনে ব্যর্থ হয়ে ছেলেধরা গুজবের মতো ডেঙ্গুকে গুজব বলছে। ডেঙ্গুতে মানুষ মরছে আর সরকারি দলের নেতারা বলছেন, এটা নাকি বিএনপির যড়ষন্ত্র।’

‘বন্যার্ত এলাকাগুলোতে ত্রাণ সংকট দেখা দিলেও সরকারের মন্ত্রী-এমপিদের দেখা নেই। তারা ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে লুটপাটে ব্যস্ত’- মন্তব্য করেন ফখরুল।

সরকারের হামলা ও মামলার কারণে বিএনপি নিঃস্ব হয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে বিরোধী দলের নেতাকর্মীদের দমন করতে জুলুম-নির্যাতন চালাচ্ছে। তারপরও বিএনপি মানুষের জন্য রাজনীতি করে যাচ্ছে।’

দেশে আইনের শাসন নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘যে দেশে সন্তানের সামনে মাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয় সেই দেশে আইনের শাসন আছে বলে আমার মনে হয় না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা ও হাতিবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ