‘ডেঙ্গু নিয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে যেভাবে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে যা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। এটিকে আওয়ামী লীগ ও তার সরকার খুব খাটো করে দেখছে। যার ফলে এখন পর্যন্ত মশা নিধনের তেমন কোনো পদক্ষেপ লক্ষণীয় নয়।

রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সরকার ডেঙ্গু প্রতিরোধে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের স্বাস্থ্য মন্ত্রীর উচিত ছিল যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসা নিশ্চিত করা। সুতরাং এটা গুজবের বিষয় নয়।’

তিনি বলেন, ‘একটা রাষ্ট্রে যখন আইনের শাসন থাকবে না। তখন মানুষকে মেরে ফেললে তার জবাবদিহিতা থাকবে না। তখন ছেলে ধরার ঘটনা ঘটানোই স্বাভাবিক।’

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন, ছাত্রদলের সভাপতি কায়েস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসআই

Share this news on: