মাদক সম্রাজ্ঞী জেনিফার লোপেজ

হলিউডের জনপ্রিয় পপ সংগীতশিল্পী জেনিফার লোপেজ। গায়িকা হিসেবেই বিশ্বব্যাপী তিনি সমাদৃত। তবে অভিনেত্রী হিসেবেও তার নামডাক প্রচুর। গানের পাশাপাশি বহু আগে থেকে অভিনয়ে সম্পৃক্ত এই গায়িকা।

তারই ধারাবাহিকতায় এবার এই অভিনেত্রী হাজির হচ্ছেন নতুন একটি ছবিতে। নাম ‘দ্য গডমাদার’। কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গ্লিসেন্ডো ব্ল্যাঙ্কোর জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।

এতে মাদক সম্রাজ্ঞী হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন জেনিফার লোফেজ। জানা গেছে, ‘দ্য গডমাদার’-এ অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন তিনি।

জেনিফার

ছবির গল্পে দেখা যাবে পুরোপুরি ব্ল্যাঙ্কোর কাহিনি। তাকে বলা হতো কোকেনের গডমাদার। দীর্ঘ চার দশকের বেশি সময় তিনি কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি, নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেছেন।

সত্তর ও আশির দশকে যুক্তরাষ্ট্রে ব্ল্যাঙ্কো মাদক-বাণিজ্যে বিপ্লব ঘটান। কারাগারে আটকে রেখেও তার মাদক ব্যবসা বন্ধ করা যায়নি। সেখানেও তিনি নিরাপদে ব্যবসা চালিয়ে গেছেন।

মূলত তার বাস্তবিক চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন জেনিফার।

জেনিফার লোপেজের ক্যারিয়ার শুরু অভিনয়ের মাধ্যমেই। ১৯৮৬ সালে ‘মাই লিটল গার্ল’ ছবিতে একটি ছোট চরিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।

১৯৯৮ সালে ‘আউট অব সাইট’ ছবির মাধ্যমে তিনি ল্যাটিন আমেরিকার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হন। এরপরের বছরই প্রথম গানের অ্যালবাম ‘অন দ্য সিক্স’ বের করে জেনিফার প্রবেশ করেন সংগীত জগতে।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on: