যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়াচ্ছে মশাবাহিত ট্রিপল-ই ভাইরাস

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের পাবলিক হেলথ বিভাগ জানিয়েছে, মশাবাহিত ইস্টার্ন ইকুইনি ইনসেফালিটিস(ইইই) বা ট্রিপল-ই নামে এই ভাইরাসের কারণে অঙ্গরাজ্যের সাত শহরে ‘হাই রিস্ক’ বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। খবর সিবিএস নিউজের।

পাবলিক হেলথ বিভাগ বলছে, চলতি বছর ৯২টি মশার শরীরে এই ভাইরাস শনাক্ত করা গেছে। এসব মশার এক তৃতীয়াংশ মানুষের মাঝে এই  ভাইরাস ছড়িয়ে দেয়ার সক্ষমতা রয়েছে।

কর্মকর্তারা বলছেন, কারভার, ইসটন, ফ্রিটাউন, লেকভিল, মিডলবরো, নিউ বেডফোর্ড, রেইনহ্যাম এবং প্লেমাউথ এই ভাইরাসের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত কোনো প্রাণী বা মানুষ এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

এক বিবৃতিতে পাবলিক হেলথ কমিশনার মোনিকা ভারেল বলেন, মশার নজরদারির ফলাফল ইঙ্গিত দিচ্ছে, ম্যাসাচুসেটসের একটি অঞ্চলে এই ভাইরাস ব্যাপক আকার ধারণ করেছে।

তিনি আরও বলেন, আমরা এই ভাইরাসের ঝুঁকির বিষয়ে সতর্কতা বৃদ্ধি করেছি। কারণ আমরা সবসময় যা দেখে আসছি তার অনেক আগেই অর্থাৎ মৌসুমের শুরুতেই এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।  

 

টাইমস/এসআই

Share this news on: