২১ আগস্ট হামলায় আ. লীগ জড়িত কিনা প্রশ্ন উঠেছে: রিজভী

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় এই দলটিই জড়িত কি না সেই প্রশ্ন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী বলেছেন, , প্রকৃত সত্য, প্রকৃত ঘটনা সবাই জানেন। এটা (২১ আগস্টের ঘটনা) গভীর নীল নকশার অংশ, যে নীল নকশার সাথে ক্ষমতাসীনরা জড়িত কি না এটা আজকে সন্দেহ দেখা দিয়েছে, জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

বুধবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘এটা সম্পূর্ণ ষড়যন্ত্র-চক্রান্তের নীল নকশার মাস্টার প্ল্যানকারী হচ্ছে তারাই যারা ক্ষমতাসীন- এটাই মানুষ মনে করে।’

রাষ্ট্রক্ষমতায় থাকলে তো পাহাড়ের উপর দিয়ে নৌকা বইয়ে নিয়ে যাওয়া যায় মন্তব্য করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘তারা তো তাই করেছে। যদি সুশাসন থাকত, ন্যায়বিচার থাকত, আইনের শাসন থাকত তাহলে প্রকৃত অপরাধী যারা তাদেরই বিচার হত। পরিকল্পিত উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের নাম জড়ানো হয়েছে।’

হামলায় তাদের দল ও সরকারের সম্পৃক্ততা নেই দাবি করে রিজভী বলেন, ‘যে কোনো সরকারের আমলেই নানা কুচক্রী, নানা ধরনের ষড়যন্ত্রকারীরা ঘটনা ঘটাতে পারে। এই আওয়ামী লীগের আমলে পিলখানা হত্যাকাণ্ড হয়েছে না? তাহলে পিলখানা ঘটনার জন্য আওয়ামী লীগ দায়ী, ২১ আগস্টের ঘটনার জন্য যদি বিএনপি দায়ী হয়ে থাকে। আপনার নাইন ইলেভেন ঘটনা ঘটেছে আমেরিকাতে, টুইন টাওয়ার ধ্বংস হয়ে গেছে। কোথায় যারা সরকারে ছিল বিরোধী দল তো অভিযোগ করেনি যে, তাদের কারণে হয়েছে।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নজমুল হক নান্নু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, মুনির হোসেন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা May 01, 2024
img
ইসরায়েল বিরোধী বিক্ষোভ: কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গ্রেপ্তার অভিযান May 01, 2024
img
রাফাহতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ চায় জাতিসংঘ May 01, 2024
img
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু May 01, 2024
img
অভিজ্ঞ ব্যাটারকে বাদ দিয়ে বিশ্বকাপের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার May 01, 2024
img
কেনিয়ায় অতিবৃষ্টি ও বন্যায় আরও ৬৬ জনের মৃত্যু, নিহত বেড়ে ১৬৯ May 01, 2024
img
মহান মে দিবস আজ May 01, 2024
img
বাড়লো জ্বালানি তেলের দাম Apr 30, 2024
img
লাক্সের ১০০ বছরের আয়োজনে তারকাদের মেলা Apr 30, 2024
img
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ভবন দখলে নিলো ইসরায়েলবিরোধী শিক্ষার্থীরা Apr 30, 2024