২২ আগস্ট : ইতিহাসের এই দিনে

ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনই ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতূহল উদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলো পাঠকদের স্মরণ করিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টাইমস

বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০১৯ , ৭ ভাদ্র ১৪২৬ , ২০ জিলহজ ১৪৪০ হিজরি। ২২ আগস্ট, গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৪তম (অধিবর্ষে ২৩৫তম) দিন। চলতি বছর শেষ হতে আরও ১৩১ দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি 

  • ১৬৪২ সালের এই দিনে ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু।
  • ১৬৯৮ সালের এই দিনে সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯১০ সালের এই দিনে জাপান কোরিয়াকে চুক্তির মাধ্যমে অন্তর্ভুক্ত করে নেয় ও এভাবে চলতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত।
  • ১৯৩২ সালের এই দিনে বিবিসি প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করে।
  • ১৯৪২ সালের এই দিনে ব্রাজিল জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯৪২ সালের এই দিনে জার্মান নাজি বাহিনী স্তালিনগ্রাদে অবরোধ করে।
  • ১৯৪৪ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়া দখল করে।
  • ১৯৮৯ সালের এই দিনে নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায়।

জন্ম

  • ১৬৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিস পাপিন, তিনি ছিলেন ফরাসি পদার্থবিদ, গণিতবিদ ও প্রেসার কুকারের আবিষ্কারক।
  • ১৮৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যামুয়েল পিয়েরপন্ট ল্যাংলি, তিনি ছিলেন আমেরিকান পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
  • ১৮৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল গোটলিয়েব নিপকোও, তিনি ছিলেন পোলিশ বংশোদ্ভূত জার্মান প্রকর্মী ও উদ্ভাবক।
  • ১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম ম্যাল্ডন বিল উডফুল, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার ও শিক্ষাবিদ।
  • ১৯০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিনি রিয়েফেন্সটাহল, তিনি ছিলেন জার্মান অভিনেত্রী ও পরিচালক।
  • ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কারলহেইনয স্টোখাউসেন, তিনি ছিলেন জার্মান সুরকার ও শিক্ষাবিদ।
  • ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিলমার দস সান্তোস নেভেস, তিনি ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার।
  • ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার লরেন্স টেলর, তিনি অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।
  • ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টোরি আমস, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক ও প্রযোজক।
  • ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাটস ওয়িলান্ডের, তিনি সুইডিশ আমেরিকান টেনিস খেলোয়াড় ও কোচ।
  • ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফেদেরিকো মাচেডা, তিনি ইতালিয়ান ফুটবলার।

মৃত্যু

  • ১৮১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়ারেন হেস্টিংস, তিনি ছিলেন ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল।
  • ১৮৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলাস লেনাউ, তিনি ছিলেন রোমানিয়ান বংশোদ্ভূত অস্ট্রিয়ান কবি।
  • ১৯০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কেট ছপিন, তিনি ছিলেন আমেরিকান লেখক।
  • ১৯৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রজার মারটিন ডু গার্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক।
  • ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্থার রবার্ট মরিস, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার ও সাংবাদিক।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024
img
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক May 03, 2024
img
অতি গরমের প্রভাব বাজারে, বেড়েছে মুরগি-সবজির দাম May 03, 2024
img
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে: ওবায়দুল কাদের May 03, 2024
img
শনিবার বন্ধ থাকবে ২৫ জেলার স্কুল-মাদরাসা May 03, 2024