ব্যখ্যাসহ সরকারের ‘খালি নীতি’র সমালোচনায় রিজভী

বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী সরকার খালি করার নীতিতে চলছে। একদিকে খুন-গুম মামলা হামলার মাধ্যমে বিএনপিকে খালি করছে। অন্যদিকে সরকারের লোকেরা বস্তিবাসীদের ঘরে আগুন লাগিয়ে দিয়ে তাদের জায়গাটা খালি করে দখলে নিচ্ছে।

সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিরপুর-৭ নম্বর সেক্টর চলন্তিকা মোড়ের বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। মহানগর উত্তর বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

রিজভী বলেন, বিএনপি ও বিরোধীদলকে গুম-হত্যা মামলা আর গ্রেপ্তারের মাধ্যমে খালি করছে। আর অসহায় বস্তিবাসীদের বসবাসের যেসব জায়গার ওপর শকুনের দৃষ্টি পড়ছে, সে জায়গাটা দখল করার জন্য আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। মিরপুরের চলন্তিকা মোড়ের বস্তির অসহায় মানুষদের বসবাসের জায়গায়ও আগুন লাগিয়ে দিয়ে তাদের মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। পরে সেই জায়গাগুলো তারা দখল করে নিয়েছে। এটাই হলো আওয়ামী সরকারের খালি করার নীতি।

তিনি বলেন, সরকারের এই খালি করার নীতি থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে একযোগে লড়াই করতে হবে। লড়াই না করলে আমাদের কারও অস্তিত্ব থাকবে না। কারও বাড়ি ঘর থাকবে না। কারও সন্তান থাকবে না।

ডেঙ্গু জ্বরে মানুষ মারা যাচ্ছে আর সরকারের মন্ত্রীরা তা নিয়ে উপহাস করছেন উল্লেখ করে রিজভী বলেন, ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতিতে তারা গর্ব করে বলেন, দেশ উন্নতির দিকে গেলে নাকি সেখানে ডেঙ্গু জ্বরের প্রকোপ হয়। কী তামাশা জনগণকে নিয়ে। ডেঙ্গু একটা মহামারি, এতে মানুষ মারা যাচ্ছে, আর তারা হাসি-তামাশা করছেন। মানুষকে নিয়ে উপহাস করছেন। কারণ তাদের ভোটের দরকার হয় না।

পরে কয়েকজন বস্তিবাসীর হাতে অনুদান তুলে দেন রুহুল কবির রিজভীসহ বিএনপির নেতারা।

মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পল্লবী থানা বিএনপির সভাপতি কাউন্সিলর সাজ্জাদ হোসেন, মহানগর উত্তরের যুগ্ম-সম্পাদক মোয়াজ্জেম হোসেন মতিন, রূপনগর থানা সভাপতি মো. আওয়াল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, বাড্ডা থানার সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম, মিরপুর থানা বিএনপির নেতা মো. আলাউদ্দিন, মোহাম্মদপুর থানার সভাপতি ওসমান গনি শাহজাহান উপস্থিত ছিলেন।  

 

টাইমস/এমএস 

Share this news on:

সর্বশেষ

img
মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা May 01, 2024
img
ইসরায়েল বিরোধী বিক্ষোভ: কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গ্রেপ্তার অভিযান May 01, 2024
img
রাফাহতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ চায় জাতিসংঘ May 01, 2024
img
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু May 01, 2024
img
অভিজ্ঞ ব্যাটারকে বাদ দিয়ে বিশ্বকাপের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার May 01, 2024
img
কেনিয়ায় অতিবৃষ্টি ও বন্যায় আরও ৬৬ জনের মৃত্যু, নিহত বেড়ে ১৬৯ May 01, 2024
img
মহান মে দিবস আজ May 01, 2024
img
বাড়লো জ্বালানি তেলের দাম Apr 30, 2024
img
লাক্সের ১০০ বছরের আয়োজনে তারকাদের মেলা Apr 30, 2024
img
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ভবন দখলে নিলো ইসরায়েলবিরোধী শিক্ষার্থীরা Apr 30, 2024