ডেল্টা লাইফের ৩২০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

চলতি বছরের ছয় মাসে (জানুয়ারি-জুন) বীমা গ্রাহকদের ৩২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।

সোমবার কোম্পানি থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ছয় মাসে বীমা কোম্পানিটি ৩১ হাজার ২৮২ জন বীমাগ্রহিতাকে মেয়াদপূর্তিতে বীমা দাবি বাবদ ১৫১ কোটি টাকা পরিশোধ করে। এ ছাড়া ১ হাজার ৩০৪ জন গ্রাহকের মৃত্যু দাবি পরিশোধ করা হয়েছে ৫ কোটি ৯২ লাখ টাকা। ১২ হাজার ১৮৩ জন বীমা গ্রহিতাকে স্বাস্থ্যসেবা খরচ বাবদ পরিশোধ করা হয়েছে ১৪ কোটি ৯২ লাখ টাকা।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান এ বছর ‘ওমেন ইন ইন্স্যুরেন্স লিডারশিপ’ অ্যাওয়ার্ড অর্জন করেন। সম্প্রতি ভারতীয় চেম্বার অব কমার্স আয়োজিত ‘ইমার্জিং এশিয়া অ্যাওয়ার্ড’-এ ‘বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি’ হিসেবে নির্বাচিত হয়েছে ডেল্টা লাইফ।

এ বিষয়ে ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিবা রহমান বলেন, ডেল্টা লাইফের রয়েছে ৩ হাজার ৮৭৮ কোটি টাকার শক্তিশালী লাইফ ফান্ড, যা প্রতিষ্ঠানের বীমা দাবি পরিশোধে সক্ষমতারই পরিচায়ক। ডেল্টা লাইফ সবসময়ই যেকোনো দাবি পরিশোধে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে।’

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ