বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে কাজ করব: সাদ এরশাদ

নির্বাচনে জিতলে বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বড় ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ।

মঙ্গলবার দুপুরে রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে দলের মনোনয়ন পত্র সংগ্রহ করেন সাদ। এরপর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাদ এরশাদ সাংবাদিকদের বলেন, আমি আশাবাদী দল থেকে আমাকে মনোনয়ন দেয়া হবে। নির্বাচনে জয়ের বিষয়েও আমি আশাবাদী। রংপুরবাসী আমাকে ভোট দেবেন বলে আমার বিশ্বাস। নির্বাচনে জিতলে বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে কাজ করব।

সাদ আরও বলেন, দল মনোনয়ন দিলে নির্বাচন করব। মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব না।

এর আগে এ আসনের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন প্রেসিডিয়াম সদস্য শিল্পপতি এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির ও এরশাদের ভাগ্নি মেহেজেবুন্নেছা রহমান টুম্পা। আরও চারজন রয়েছেন দলীয় মনোনয়নপ্রত্যাশী।

আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে প্রার্থীদের। ৬ সেপ্টেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সাক্ষাৎকার নেবে পার্টির পার্লামেন্টারি বোর্ড।

বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত ১৪ জুলাই সকালে মারা যান। ১৬ জুলাই এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষিত হয়।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ৫ অক্টোবর ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর। যাচাই-বাছাই ১১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৬ সেপ্টেম্বর।

রংপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার রয়েছে চার লাখ ৪২ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২১ হাজার ৩১০ এবং নারী ভোটারের সংখ্যা দুই লাখ ২০ হাজার ৭৬২।

 

টাইমস/এইচইউ

Share this news on: