শব্দবন্দুক তৈরি করেছে চীন

চীনের একাডেমি অব সাইন্স ঘোষণা করেছে, দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহারযোগ্য বিশ্বের প্রথম হাতে বহনযোগ্য ‘সোনিক ওয়্যাপন’ তৈরি করেছে চীন। খবর ফক্সনিউজ।

অস্ত্রটি চীনের সামরিক বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। পত্রিকাটি আরও জানায়, কম কম্পাঙ্কের শব্দতরঙ্গ ব্যবহার করে যে কোনো জমায়েতকে ছত্রভঙ্গ করতে অস্ত্রটি বানানো হয়েছে।

গবেষণায় দেখা গেছে, এই কম কম্পাঙ্কের শব্দের ফলে গা জ্বালা, বিরক্তি লাগা, এমনকি মাথা ব্যথাও সৃষ্টি হতে পারে।

উল্লেখ্য যে, চায়না বর্তমানে হংকংয়ের গণতান্ত্রিক বিদ্রোহীদের সামাল দিতে হিমসিম খাচ্ছে এবং বিদ্রোহটি সময়ের সঙ্গে আরও বেশি সংঘাতের দিকে যাচ্ছে।

প্রকল্পটির দলনেতা প্রফেসর জি জ্যুজুয়ান চায়না গণমাধ্যমে জানিয়েছেন, টিউবের মত দেখতে যন্ত্রটিতে নিষ্ক্রিয় গ্যাস দ্বারা পরিপূর্ণ এক ধরনের ডিভাইস যুক্ত থাকবে। ডিভাইসটি গরম হলে গ্যাস কণাগুলোর কম্পনের ফলে এক ধরনের গভীর একঘেয়ে শব্দ নির্গত হবে। তবে মি জি, সোনিক ওয়্যাপন সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।

 

টাইমস/এনজে/জিএস

Share this news on: