ঢাকায় এশিয়ান ট্যুরিজম ফেয়ারের অষ্টম আসর বৃহস্পতিবার

এশিয়ার পর্যটন শিল্পের সম্ভাবনা বিশ্বের কাছে তুলে ধরতে ঢাকায় শুরু হচ্ছে তিনদিন ব্যাপী অষ্টম এশিয়ান ট্যুরিজম ফেয়ার।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা শুরু হবে। এতে ১৩০টি স্টলে এশিয়ার বিভিন্ন দেশের দেড়শটি প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজক কমিটির সভাপতি মহিউদ্দিন হেলাল বলেন, বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্সসহ এশিয়ার আট দেশ অংশ নিবেন এবারের মেলায়।

আসন্ন পর্যটন মৌসুমে দেশ-বিদেশ ভ্রমণের আকর্ষণীয় অফার, হোটেল বুকিং, রিসোর্ট ও প্যাকেজ বুকিংয়ে বিভিন্ন ছাড়ের ঘোষণা থাকছে মেলার এবারের আসরে।

মেলায় থাকবে বিভিন্ন হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল শপ, থিম পার্কসহ বিনোদনের আরও বিভিন্ন প্রতিষ্ঠান।

মেলার প্রবেশমূল্য ৩০ টাকা, তবে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে পাওয়া যাবে বিনামূল্যের টিকেট।

আয়োজকরা জানান, তিনদিনের মেলায় পর্যটন বিষয়ক একাধিক সেমিনার, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ব্যবসায়ীদের বৈঠকের ব্যবস্থা রয়েছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: