গান্টজকে আরব জোটের সমর্থন; নেতানিয়াহুর জেলে যাওয়ার আশঙ্কা

ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মূল প্রতিদ্বন্দ্বী সাবেক সামরিক প্রধান গান্টজকে সমর্থন দিয়েছে সংখ্যালঘু আরব দলগুলোর জোট। এর ফলে গান্টজের সরকার গঠনের সম্ভাবনা অনেক বেড়ে গেছে। একইসঙ্গে নেতানিয়াহুর জেলে যাওয়ার আশঙ্কা জোরদার হয়েছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির চারটি মামলা রয়েছে। এ কারণে প্রধানমন্ত্রী হতে না পারলে তাকে কারাগারে যেতে হবে বলে বিশ্লেষকদের অভিমত।

দখলদার ইসরায়েলে বসবাসকারি আরবদের জোট জয়েন্ট লিস্ট গত নির্বাচনে তৃতীয় স্থান দখল করে। তারা গান্টজকেই দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। জোটের নেতারা বলেছেন, নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চান না তারা। ফলে রেকর্ড পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কমে গেছে।

মঙ্গলবারের নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি ৩১ আসন ও বেনি গান্টজের মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি ৩৩টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০ আসনের মধ্যে ৬১টি আসন পেতে হবে। আরব জোট পেয়েছে ১৩টি আসন।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: