‘আ. লীগ ক্ষমতায় থাকলে হিন্দুরা শান্তিতে পূজা করতে পারে’

হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উৎসবকে ঘিরে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের হিন্দু সম্প্রদায় তাদের ধর্মীয় কর্মকাণ্ড বিশেষ করে পূজা উৎসব শান্তিপূর্ণ পরিবেশে পালন করতে পারে।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, সব ধর্মের প্রতি শ্রদ্ধা জানাবেন। আজানের সময় নীরবতা পালন করবেন। শেখ হাসিনা ক্ষমতায় আপনারা মাথা উঁচু করে চলবেন। আপনাদের কোনো ভয় নেই। আপনিও এদেশের প্রথম শ্রেণির নাগরিক। মুসলমানদের চেয়ে আপনাদের মর্যাদা কম নয়।

শেখ হাসিনা দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান  অব্যাহত থাকবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশ থেকে মাদক-সন্ত্রাস, দুর্নীতি নির্মূল করা হবে। এ অভিযান দেশের শান্তির জন্য। কিছু কুচক্রী মহল এ অভিযানে খুশি নন। তারা দেশের মানুষের শান্তি চায় না। এরা সবার শত্রু, ওরা হিন্দুদের সম্পদের দিকে তাকায়। দখল করতে চায়। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

অপরাধী যেই হোক  কাউকে ছাড় দেয়া হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রত্যেককে আইনের আওতায় আসতে হবে। যারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে তাদেরকে ছাড় দেয়া হবে না।

মন্ত্রী বলেন, ভারত সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। আমরা এক সঙ্গে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কাজ করব। হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপনে কোনো অপশক্তি যেন বাধা সৃষ্টি করতে না পারে সে দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি দিতে হবে।

এ সময় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আখতার হোসেন, কাউন্সিলর হাসিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বৃষ্টির দিনে ঘরের যত্ন নেবেন যেভাবে May 06, 2024
img
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত May 06, 2024
img
মিল্টনের আশ্রমে থাকা শিশু-বৃদ্ধদের দায়িত্ব নিচ্ছে শামসুল হক ফাউন্ডেশন May 06, 2024
img
১৪ দিনে হিটস্ট্রোকে মৃত্যু ১৫ জনের : স্বাস্থ্য অধিদপ্তর May 06, 2024
img
সম্পদ অর্জনে এমপিদের চেয়ে চেয়ারম্যানরা এগিয়ে, টিআইবির বিশ্লেষণ May 06, 2024
img
হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি May 06, 2024
img
রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট May 06, 2024
img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024