সারাদেশে ১৪ নভেম্বর কর মেলা

করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে প্রতিবছরের মত এবারও সারাদেশে আয়কর মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। রাজধানীর মেলা হবে মিন্টো রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে।

এ ছাড়া সব জেলা শহরে চার দিন এবং ৪৫টি উপজেলায় দুই দিন মেলা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ৫৭টি গ্রোথ সেন্টারে এক দিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে।

প্রতিবছরের মত করদাতারা এবারের মেলায়ও আয়কর বিবরণীর ফরম থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথও পাবেন। তাদের জন্য মেলায় সহায়তাকেন্দ্রে অপেক্ষা করবেন কর কর্মকর্তারা। একই ছাদের নিচে সব সেবা মিলবে। করদাতা শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনলেই হবে।

মেলার সমন্বয়কারী ও এনবিআরের সদস্য (আয়কর প্রশাসন) কালিপদ হালদার বলেন, প্রতিবছরের মত এবারও মেলার আয়োজন করা হচ্ছে। মেলা উপলক্ষে এবারই প্রথম আয়কর বিভাগ একটি ওয়েবসাইট চালু করবে। সেখানে কর সংক্রান্ত সকল ধরনের তথ্য পাওয়া যাবে।

করমেলার মাধ্যমে তরুণ ও দেশপ্রেমিক করদাতারা উদ্ধুদ্ধ হচ্ছে। কর সচেতনতা তৈরি এবং মানুষকে কর প্রদানে উদ্ধুদ্ধ করার ক্ষেত্রে করমেলা আন্তর্জাতিকভাবে রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

কালিপদ হায়দার বলেন, মেলায় নতুন করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে পারবেন। আবার পুনঃ নিবন্ধন করে ই-টিআইএন নিতে পারবেন পুরনো করদাতারা। এ ছাড়া মেলায় ই-পেমেন্টের জন্য পৃথক বুথ থাকবে। মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য থাকবে আলাদা বুথ।

২০১০ সালে প্রথমবারের মত ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়। এরপর প্রতিবছরই মেলার পরিধি বেড়েছে। এদিকে আগামী ১৩ নভেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সেরা করদাতাদের সম্মানিত করা হবে। উল্লেখ্য, প্রতিবছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর বিবরণী জমা দেওয়া যায়।


টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
সাকিব-মুস্তাফিজের বোলিং তোপে শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের জয় May 10, 2024
img
বলিউডের নতুন জুটি হচ্ছেন সালমান-রাশমিকা May 10, 2024
img
ইউরোপ-আমেরিকার চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো: পররাষ্ট্রমন্ত্রী May 10, 2024
img
সরকারি হাসপাতালে অবৈধ ফার্মেসি-ক্যান্টিন বন্ধের নির্দেশ May 10, 2024
img
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শনিবার May 10, 2024
img
টঙ্গী পর্যন্ত বাড়ছে মেট্রোরেলের লাইন May 10, 2024
img
আন্দোলনের নামে বিএনপি আবারও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে : ওবায়দুল কাদের May 10, 2024
img
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে রয়েছেন যারা May 10, 2024
img
চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ May 10, 2024
img
ভোটের আগে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল May 10, 2024