মিথিলার ‘মানহানির’ অভিযোগ

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির পুরনো কিছু ঘনিষ্ঠ ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। এতে মুহূর্তের মধ্যে ঝড় উঠে ফেসবুক ও দেশের সব গণমাধ্যমে।

এবার এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দিয়েছেন অভিনেত্রী মিথিলা। মঙ্গলবার বিকেলে তিনি এই অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে একটি স্ট্যাটাসও দিয়েছেন অভিনেত্রী মিথিলা।

তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য (অনুবাদ) তুলে ধরা হলো-

 

ফাইল

মিথিলার স্ট্যাটাস

প্রিয় কর্তৃপক্ষ, আমি রাফিয়াত রশীদ মিথিলা। সাইবার ক্রাইম এবং আইসিটি আইনের অধীনে সম্মানহানির একটি অভিযোগ দাখিল করতে ইচ্ছা প্রকাশ করছি।

আমার ২০১৭-২০১৮ সালের ব্যক্তিগত কিছু ছবি উদ্দেশ্যমূলকভাবে সাইবার দস্যুদের দ্বারা জনসম্মুখে প্রকাশিত হয়েছে, তারা ইফতেখার আহমেদ ফাহমির ফেসবুক আইডি হ্যাক করেছে এবং সম্ভবত সেখান থেকেই ছবিগুলো প্রকাশ করেছে।

আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু দলের দ্বারা সম্মানহানির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি।

আমি একইসঙ্গে কিছু সংবাদ পোর্টালের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে ইচ্ছুক, যারা আমাকে অসম্মানিত করতে আমার সম্মতি ছাড়াই সংবাদটি অনলাইনে, প্রিন্টে, এমনকি টিভি মিডিয়াতে প্রকাশ করেছেন।

আমি সাইবার ক্রাইম বিভাগকে এই সব ফেসবুক, অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপ, পেজ সমূহ এবং ওই সব সংবাদ পোর্টালের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে এটাই আমার অনুরোধ।

অভিযোগের বিষয়টি বাংলাদেশ টাইমসকে নিশ্চিত করেছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম।

তিনি জানান, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। সম্মানিত নেটিজেনদের আহ্বান জানাবো, এটাকে নিয়ে আর না ঘাটাতে এবং অন্যের ইস্যু নিয়ে কনসার্ন্ড না হয়ে নিজের পরিবারকে সময় দিতে। যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘৃণ্য কাজ করছেন আদতে তারা আইনের লঙ্ঘন করছেন।

প্রসঙ্গত, সোমবার রাতে ফেসবুকের একটি গ্রুপ থেকে ফাহমি-মিথিলার অন্তরঙ্গ ছবি পোস্ট করা হয়। এরপর রাতে একাধিক ছবি ছড়াতে থাকে। এতে বেশ তোপের মুখে পড়েন মিথিলা-ফাহমি।

 

টাইমস/জেকে/এনজে

Share this news on:

সর্বশেষ

img
৪৬তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যত নির্দেশনা Apr 26, 2024
img
পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ আটক ৩ Apr 26, 2024
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য জানালেন সাকিব Apr 25, 2024
img
গাজায় ২০ জনকে জীবন্ত কবর দেয়ার অভিযোগ Apr 25, 2024
img
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর Apr 25, 2024
img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024