করোনা: আবারও চিকিৎসা সেবায় ফিরলেন পরিচালক বুলবুল

মহামারি আকারে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে আক্রান্ত হয়েছেন সাত হাজারেরও বেশী মানুষ। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৬৩ জনের মৃত্যু হলো।

সূত্র বলছে, করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, স্বাস্থকর্মী, সাংবাদিক ও পুলিশ সদস্যও রয়েছেন। এরপর থেকে অনেক চিকিৎসক ভয়ে চেম্বার রোগী দেখাও ছেড়ে দিয়েছেন।

তবে এমন সংকটপূর্ণ পরিস্থিতিতে দায়বদ্ধতা থেকে চিকিৎসা সেবায় ফিরেছেন চলচ্চিত্র নির্মাতা বুলবুল বিশ্বাস।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর সময় থেকেই নিজ জেলা কুষ্টিয়ায় একটি হাসপাতালে সাধারণ রোগী দেখা শুরু করেছেন ‘রাজনীতি’ খ্যাত এই নির্মাতা।

এই প্রসঙ্গে বুলবুল বিশ্বাস বলেন, সরকারি ছুটি শুরু হওয়ার আগেই আমি নিজ জেলায় ফিরে এসেছি। আমি যে মহল্লায় থাকি, সেখানে চিকিৎসক একমাত্র আমিই। করোনার এই দুর্যোগে অনেক জায়গায় চিকিৎসক সঙ্কট দেখা দিয়েছে।

করোনা রোগী ছাড়াও অনেক সাধারণ রোগীদের চিকিৎসা পেতে এখানে অনেক কষ্ট পেতে হচ্ছে। তাই মনের তাগিদে এবং দায়বদ্ধতা থেকে দীর্ঘ প্রায় ৫ বছর পর চিকিৎসা সেবায় ফিরলাম।

তিনি আরো জানান, করোনার এই দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত তিনি রোগী দেখা চালিয়ে যাবেন। এছাড়া এখন থেকে পরিচালনার পাশাপাশি নিয়মিত রোগীও দেখবেন।

বর্তমানে বুলবুল বিশ্বাস কুষ্টিয়া শহরে অবস্থিত ডা. তোফাজ্জুল হেলথ সেন্টারের মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন।

এম.বি.বি.এস সম্পন্ন করার পর ২০১৫ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েশন (এম.পি.এইচ) চলাকালীন নিজের প্রথম চলচ্চিত্র ‘রাজনীতি’র সুবাদে কোর্সটি ছেড়ে দেন তিনি। মনোযোগ দেন সিনেমা নির্মাণে।

করোনাভাইরাসের এমন সময় তিনি আবারো ফিরে গেলেন নিজের পুরনো পেশায়।

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘রাজনীতি’র মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে বুলবুল বিশ্বাসের অভিষেক ঘটে। চলচ্চিত্রটিতে জুটি বেঁধে অভিনয় করেন শাকিব খান ও অপু বিশ্বাস।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ আটক ৩ Apr 26, 2024
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য জানালেন সাকিব Apr 25, 2024
img
গাজায় ২০ জনকে জীবন্ত কবর দেয়ার অভিযোগ Apr 25, 2024
img
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর Apr 25, 2024
img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024