লন্ডনে স্বাধীনতা দিবস উদযাপন করল নোয়াখালী সমিতি

যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন করল নোয়াখালী সমিতি। ‘প্রবাসেও আমরা ঐক্যবদ্ধ' এ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি লন্ডনের বার্ডি আর্ট সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৪৯তম স্বাধীনতা দিবসে তাদের ব্যতিক্রমী এই আয়োজনে ছোটদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যস্থ নোয়াখালী জেলার বাসিন্দাদের সন্তানরা অংশ নেন। পরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী সমিতির সভাপতি আব্দুর রব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশি এমপি রুশনারা আলী।

প্রধান অতিথির বক্তব্যে রুশনারা আলী বলেন, ‌বাংলাদেশের ৪৯ তম স্বাধীনতা দিবসে যুক্তরাজ্যে নোয়াখালী সমিতির এই আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। এখানে এসে আমি বাংলাদেশের আমেজ অনুভব করছি। আমি সত্যিই গর্বিত স্বাধীনতা দিবসের এ বিশাল মিলন মেলায় শামিল হতে পেরে।

নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক আবু জাফরের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক রইছ উদ্দিন পাটওয়ারী।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মোহাম্মদ সিরাজুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস এর স্পীকার আয়াছ মিয়া, গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ আজিজ, এনটিভির ডিরেক্টর মোস্তফা সারোয়ার, কাউন্সিলর আহবাব হোসেন, কাউন্সিলর আশিক রহমান, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন ইউকে'র সিনিয়র সহসভাপতি আশরাফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর একে এম জামান, নোয়াখালী সমিতি ইউকে'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলম মিয়া, ট্রেজারার আবুল হোসেন নিজাম, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নিঝুম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক হাছিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক সাঈদ মুনির আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক মির্জা জরিনা বেগম, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা সুলতানা, মানবাধিকার সম্পাদক রুমা জাফর, আইন বিষয়ক সম্পাদক সিফাত আইরিন লিসা প্রমুখ।

পুরস্কার বিতরণী শেষে মিনহাজ ও আঞ্জুমান্দ মুন্নির উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ব্রিটেনের খ্যাতনামা শিল্পীরা। পরে এক নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজনে যারা সম্পৃক্ত ছিলেন- নোয়াখালী সমিতির সহ-সভাপতি নাজমুল হক, আববাস চৌধুরী, মির্জা আওরঙ্গজেব, মোর্শেদুজ্জামান, নিজাম উদ্দিন কচি, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমিন, ট্রেজারার বাকিউল্যাহ ফারুক, তথ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক কবির হোসেন মোল্লা, প্রকাশনা সম্পাদক রাশেদুল হক শামীম, আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, তথ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শামছুদ্দিন সুমন, সমাজ কল্যাণ সম্পাদক সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক শাহ জালাল স্বপন প্রমুখ।

টাইমস/কেআরএস

Share this news on:

সর্বশেষ

img
সাকিব-মুস্তাফিজের বোলিং তোপে শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের জয় May 10, 2024
img
বলিউডের নতুন জুটি হচ্ছেন সালমান-রাশমিকা May 10, 2024
img
ইউরোপ-আমেরিকার চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো: পররাষ্ট্রমন্ত্রী May 10, 2024
img
সরকারি হাসপাতালে অবৈধ ফার্মেসি-ক্যান্টিন বন্ধের নির্দেশ May 10, 2024
img
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শনিবার May 10, 2024
img
টঙ্গী পর্যন্ত বাড়ছে মেট্রোরেলের লাইন May 10, 2024
img
আন্দোলনের নামে বিএনপি আবারও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে : ওবায়দুল কাদের May 10, 2024
img
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে রয়েছেন যারা May 10, 2024
img
চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ May 10, 2024
img
ভোটের আগে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল May 10, 2024