সেই মাস্ক ঠিকই পরলেন ট্রাম্প, তবে...

ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট। কিন্তু মার্কিন মুলুকের দায়িত্ব পাওয়ার পর থেকেই একের পর বিতর্কের জন্ম দেন তিনি। উদ্ভট আচরণ, অসংলগ্ন কথাবার্তা ও খামখেয়ালি সিদ্ধান্তের কারণে তিনি বিশ্বজুড়ে তিরস্কৃত। অনেকেই তাকে বলেন- ‘মি. ভাড়।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু হওয়ায় তিনি এজন্য চীনকে সরাসরি দায়ি করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও তিনি চীনের দালাল বলে আখ্যা দেন। আখ্যা দিয়েই তিনি ক্ষ্যান্ত থাকেননি। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দেয়া মার্কিন অনুদানও বাতিল করেন ট্রাম্প।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর ক্ষ্যাপা ডোনাল্ড ট্রাম্প তাই সংস্থাটির কোনো পরামর্শই মানতে নারাজ। এমনকি করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারের বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার ট্রাম্প। এতদিন তিনি নিজের অবস্থানেই শক্ত হয়ে দাড়িয়ে ছিলেন।

কিন্তু গত শনিবার তিনি মেরিল্যান্ড রাজ্যের ওয়াটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে আহত সৈনিকদের দেখতে মুখে মাস্ক পরে যান। এসময় তিনি আহত সৈনিকদের সুস্থতা কামনা করে বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, করোনা মহামারিতে সুরক্ষিত থাকতে সবাই মাস্ক ব্যবহার করুন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প মাস্ক ব্যবহার শুরু করেছেন। হোয়াইট হাউসেও তিনি মাস্ক ব্যবহার করছেন। সেই সঙ্গে প্রেসিডেন্টের দপ্তরে কর্মরত সকল কর্মকতা-কর্মচারীদেরও তিনি মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছেন।

এদিকে সম্প্রতি ট্রাম্পের মুখে মাস্ক পরা একটি ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, এতদিন পরে সেই মাস্ক ঠিকই পরলেন ট্রাম্প। তবে জল টা ঘোঁলা করে।

প্রসঙ্গত, করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে আমেরিকায়। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ৪৫ হাজার ৯২৫ জন এবং মারা গেছেন এক লাখ ৩৪ হাজার ৭৭৭ জন। আমেরিকার বিখ্যাত জনস হপকিনস বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ধান কাটা, ঝড়-বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম ছিল, তবে সন্তোষজনক : ওবায়দুল কাদের May 08, 2024
img
২৩ ফুট লম্বা শাড়ির আঁচলে রূপকথার পরী আলিয়া! May 08, 2024
img
সাকিব-সৌম্য-মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশের দল ঘোষণা May 08, 2024
img
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৩০-৪০ শতাংশ ভোট পড়েছে: সিইসি May 08, 2024
img
জনগণের কষ্ট লাঘবে সরকার সবসময় সচেষ্ট: প্রধানমন্ত্রী May 08, 2024
img
এক লাফে ৭ টাকা বেড়ে ডলারের দাম উঠল ১১৭ টাকায় May 08, 2024
img
শুধু ইসলাম নয়, সব ধর্মাবলম্বীদের কল্যাণে কাজ করছে সরকার’ May 08, 2024
img
বাংলাদেশে করোনা টিকা চলবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী May 08, 2024
img
হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী May 08, 2024
img
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত May 08, 2024