তৃতীয় বিশ্ব যুদ্ধের ইঙ্গিত দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্ব পরিস্থিতি যেমন ছিল পৃথিবীতে এখন সেই অবস্থা চলছে। যেকোনও সময় বিশ্ব পরিস্থিতি বিরুপ হতে পারে।

বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে বলছে, পুতিনের এই বক্তব্যের মধ্যে তৃতীয় বিশ্ব যুদ্ধের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা।

পুতিন বলেছেন, আধুনিক বিশ্বের বর্তমান পরিস্থিতি একটা নাজুক অবস্থায় রয়েছে। প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে দাড়িয়ে গেছে। এমনই পরিস্থিতি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের আগে পৃথিবীতে তৈরি হয়েছিল। ১৯৩১ সালের দিকে পৃথিবীর পরিস্থিতি ও বর্তমান পৃথিবীর পরিস্থিতির ব্যাপক মিল পাওয়া যাচ্ছে।

প্রেসিডেন্ট পুতিন বলেন, বিদ্যমান অর্থনৈতিক মডেল আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আকারে মেরুকরণ সৃষ্টি করেছে। এতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে। আঞ্চলিক সংঘাত বেড়ে গেছে, বৈশ্বিক নিরাপত্তা কমে গেছে।

এছাড়া রাশিয়া এবং আমেরিকার মধ্যকার নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে বাইডেন প্রশাসনের সিদ্ধান্তকে ইতিবাচক বলে আখ্যা দিয়েছেন পুতিন।

তিনি বলেছেন, বৈশ্বিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে বাইডেন প্রশাসনের প্রথম পদক্ষেপ ইতিবাচক প্রভাব ফেলবে। নিউ স্টার্ট চুক্তি মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অবশ্যই ভালো হবে।

 

টাইমস/এসএন

Share this news on: