উপকূল অতিক্রম করছে বুলবুল

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ রোববার ভোর ৫টা থেকে পশ্চিম উপকূল অতিক্রম করছে। ঝড়টি ক্রমশ দুর্বল হয়ে উত্তর, উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। সকাল ৭টায় আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এসব তথ্য জানিয়েছেন।

উপকূলীয় ৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৮ কি.মি. বেগে এগোচ্ছে বুলবুল। এর কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস হওয়ার প্রবল সম্ভাবনা আছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া দুপুর বা বিকাল নাগাদ বৃষ্টিপাত বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জের উত্তর রামপুরা গ্রা‌মে হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। ভোর রাতে ঘরের ওপর গাছ পড়ে তিনি মারা যান।

এছাড়া খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঝড়ের তাণ্ডবে বেশকিছু ঘরবাড়ি ভেঙেছে। এসব এলাকায় উপড়ে পড়েছে গাছপালা।

খুলনার কয়রা উপজেলা পরিষদের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর রানা বলেন, মূল ঝড়ের আঘাত ভোররাত সাড়ে চারটা থেকে শুরু হয়েছে, সেটি সকাল ৮টার সময়ও চলমান। এতে কয়রা উপজেলার অনেক ঘরবাড়ি ভেঙেছে, গাছপালা উপড়ে পড়েছে। এছাড়া জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বেশি রয়েছে।’

দাকোপ উপজেলা পরিষদের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল কাদের বলেন, দাকোপে রাত ১টার দিকে বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়। ভোরের দিকে এর পরিমাণ বেড়ে যায়। সকালেও তা চলমান আছে। এতে দাকোপ উপজেলা পরিষদের তেঁতুল গাছটি পড়ে গেছে। উপজেলা জুড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।’

এছাড়া বা‌গেরহা‌টে মধ্যরাত থেকে ভা‌রী বর্ষণের সঙ্গে দমকা হাওয়া ব‌য়ে যা‌চ্ছে। অতি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হ‌য়ে‌ছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, ঝড়ের কারণে কয়রায় সর্বোচ্চ ৯৩ কিলোমিটার দমকা বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এখনও ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে। উপকূলের ৯টি জেলা এই সংকেতের আওতায় থাকবে। একইভাবে চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত অব্যাহত থাকবে।

 

টাইমস/জিএস

Share this news on: