রাজধানীতে চলাফেরায় নতুন যে নির্দেশনা দিল পুলিশ

করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে রাজধানী ঢাকা কার্যত লকডাউন হয়ে পড়েছে। দোকান-পাটসহ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। বন্ধ হয়ে গিয়েছে গণপরিবহন। এতে জনমানুষ শূন্য হয়ে পড়েছে চিরচেনা ব্যস্ত রাজধানী। করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম ঠেকাতে পুলিশ ও সশস্ত্রবাহিনীর সদস্যরা রাজধানীসহ সারাদেশেই কঠোর অবস্থানে রয়েছেন।

আর তাই জনসাধারণের অবাধ চলাচলে পুলিশের অতিরিক্ত কঠোর আচরণের সমালোচনার কারণেই নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্দেশনায় বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে যেকোন নাগরিক রাজধানীতে চলাফেরা করতে পারবেন।

শনিবার ডিএমপির উপ-কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি), সহকারী কমিশনার (এসি) এবং থানার ওসিদের কাছে নতুন নির্দেশনা সম্বলিত বার্তা দেয়া হয়।

ডিএমপির মিডিয়া সেন্টার সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, নির্দেশনায় বলা হয়েছে, রাজধানীর অনেক মানুষ খাবারের জন্য হোটেলের ওপর নির্ভরশীল। কাজেই খাবারের ব্যবস্থা নিশ্চিত করার জন্য হোটেল ও বেকারিগুলো চালু রাখা যাবে। হোটেল ও বেকারিতে কর্মরতরা স্বাস্থ্যবিধি মেনে রাস্তাঘাটে চলাচল করতে পারবে।

এছাড়া নিত্যপ্রয়োজনীয় ও অপরিহার্য পণ্যের দোকান খোলা রাখা যাবে ও এসব প্রতিষ্ঠানে কর্মরতরা কাজে যোগ দিতে পারবেন।

তবে হোটেল থেকে খাবার নিয়ে বাসায় বসে খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে ডিএমপির এ নির্দেশনায়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেকোন নাগরিক একা যেকোন মাধ্যম ব্যবহার করে রাজধানীতে চলাফেরা করতে পারবেন।

পুলিশের উদ্দেশ্যে নির্দেশনায় বলা হয়েছে, যে কোনো ক্ষেত্রে নাগরিকদের সঙ্গে পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে। এছাড়া দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদেরও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। পুলিশ সদস্যরা এমন কোনো কাজ করবেন না, যাতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য জানালেন সাকিব Apr 25, 2024
img
গাজায় ২০ জনকে জীবন্ত কবর দেয়ার অভিযোগ Apr 25, 2024
img
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর Apr 25, 2024
img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024