করোনায় ফরিদপুরে আরও এক মুক্তিযোদ্ধার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুরে আরও এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম কমলেশ চক্রবর্তী (৬৫)। এই নিয়ে ফরিদপুরে ছয়জনের মৃত্যু হলো করোনাভাইরাসে। এর মধ্যে তিনজনই মুক্তিযোদ্ধা।

রোববার সকাল সাড়ে ৮টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি ফরিদপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। এছাড়াও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ছিলেন।

ফরিদপুর মেডিকেল কলেজের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ২১ মে কমলেশ চক্রবর্তীর করোনাভাইরাস শনাক্ত হয়। এর দুদিন পর তাকে ফরিদপুরের কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে নিয়ে আসা হয়। গত শুক্রবার তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাকে আইসিইউ ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হয়। ওই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, ওই মুক্তিযোদ্ধার স্ত্রী, ভাইসহ তার পরিবারের আরও ছয় সদস্য কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।

ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাজ নেওয়াজ জানান, প্রয়াত এই মুক্তিযোদ্ধার মরদেহ স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় অম্বিকাপুর শ্মশানে দাহ করা হবে।

ফরিদপুরে এর আগে করোনায় আক্রান্ত হয়ে ভাঙ্গা উপজেলায় এক মুক্তিযোদ্ধাসহ দুজন, বোয়ালমারী উপজেলায় এক মুক্তিযোদ্ধাসহ দুজন এবং আলফাডাঙ্গা উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মারা যান।

 

টাইমস/এইচইউ

Share this news on: