বরিশালে নিষেধাজ্ঞার প্রথম দিনেই ৭ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে সাত জেলেকে আটক করা হয়েছে। বরিশালে রোববার ভোররাত থেকে সোমবার সকাল পর্যন্ত মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর দুটি অভিযানে তাদের আটক করা হয়। এ সময় প্রায় ৪০৫ কেজি জাটকা ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত বলেন, অভয়াশ্রমে নিষেধাজ্ঞার প্রথম দিনে মধ্যরাতে কীর্তনখোলা নদীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু টোলঘরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাস থেকে ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ ঘটনায় গাড়ির তিন কর্মচারী মো. রনি, রেজাউল, সোহেল খানকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার অভয়াশ্রম কালাবদর নদীতে মাছ ধরার অপরাধে চারজনকে আটক করা হয়েছে। অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি জাটকাসহ জব্দ করা হয়।

 

টাইমস/এসজে

Share this news on: