সাজা স্থগিত হলে নির্বাচন করতে বাধা নেই : হাইকোর্ট

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা কিংবা দণ্ড স্থগিত করার ক্ষমতা হাইকোর্টের রয়েছে। দণ্ডিত ব্যক্তির সাজা স্থগিত হলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে হাইকোর্টের সর্বশেষ রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে।

ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা সুলতানার সাজা ও দণ্ড স্থগিত করে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ রইচ উদ্দিনের একক বেঞ্চ এই আদেশ দেন।

এই আদেশের ফলে সম্পদের গরমিল তথ্য দুদকে দেয়া সংক্রান্ত মামলায় দণ্ড স্থগিত চেয়ে করা আবেদনকারী সাবিরা সুলতানার নির্বাচনে প্রার্থী হতে কোনো বাধা নেই।

একইসঙ্গে এখন থেকে হাইকোর্টে কারও দণ্ড স্থগিত করার পর প্রার্থীর নির্বাচন করতে আর কোনও বাধা নেই।

আদালতে সাবিরা সুলতানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তার পক্ষের আইনজীবী ছিলেন এজে মোহাম্মদ আলী, আমিনুল ইসলাম ও এসকে গোলাম রসুল। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এবিএম বায়েজিদ।

Share this news on: