কুড়িগ্রামে বন্যায় চার শিশুর মৃত্যু

কুড়িগ্রামের বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত চার শিশুর মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বন্যার পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে উলিপুরের হাতিয়া ইউনিয়নের হাবিবুল্লাহ (৬), ফুলবাড়ীতে এক শিশু ও চিলমারী উপজেলায় দুই শিশু বন্যার পানিতে ডুবে মারা যায়। দুর্গম এলাকা হওয়ায় এসব শিশুর নাম নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্যাপারী গ্রামে বাড়ির পেছনে খেলতে গিয়ে হাবিবুল্লাহ নামে এক শিশু পানিতে ডুবে মারা যায়। সে ওই গ্রামের কৃষক মাহবুরের ছেলে।

হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি সমন্বিতভাবে মোকাবিলার জন্য রোববার রাতে পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ারের উপস্থিতিতে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সব বিভাগকে সক্রিয় থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার জেলার তিনটি বন্যাদুর্গত এলাকায় দুই হাজার পরিবারের প্রতি জনকে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

 

টাইমস/জেডটি

Share this news on: