সিলেট-১ আসনে বিএনপির দুই প্রার্থী

জাতীয় নির্বাচনের মর্যাদাপূর্ণ আসন সিলেট-১। ওই আসন থেকে যে দলের প্রার্থী বিজয়ী হন, সেই দলই সরকার গঠন করে আসছে। এমন গুরুত্বের কথা চিন্তা করে ওই আসনে আওয়ামী লীগ ও বিএনপি শক্তিশালী প্রার্থীকে মনোনয়ন দিয়ে থাকে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ থেকে একক প্রার্থী দিলেও বিএনপি থেকে দুইজন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে।

তারা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার উভয় নেতাকে দলীয় মনোনয়নের চিঠি প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার উভয় নেতাই রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেবেন। তবে নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মেনে এঁদের মধ্যে একজন শেষপর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন, অপরজন প্রত্যাহার মনোনয়ন করবেন।

বিএনপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, আপাতত কৌশলগত কারণে এক আসনে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে।

Share this news on: