বিনা কারণে গ্রেফতার করছে পুলিশ: ড. কামাল হোসেন

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন অভিযোগ করেন বলেছেন, পুলিশ রাস্তায় রাস্তায় হয়রানি করছে। বিনা কারণে গ্রেফতার করছে। আগে কোনো নির্বাচনের এমন অবস্থা দেখিনি।

বুধবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে ৭০তম বিশ্ব মানবাধিকার দিবস ও বিজয়ের ৪৭তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে ড. কামাল এই অভিযোগ করেন। ‘মানবাধিকার, সুশাসন ও ভোটাধিকার’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার ফেডারেশন (বিএইচআরএফ)।

ড. কামাল হোসেন বলেন, দেশে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। পুলিশকে ব্যবহার করে যেভাবে হয়রানি, গ্রেফতার করা হচ্ছে তা সংবিধান পরিপন্থী। তফসিল ঘোষণার পরও পুলিশ যেভাবে গ্রেফতার চালাচ্ছে সেটি লজ্জাজনক।

এমন শাসন আগে দেখেননি মন্তব্য করে তিনি বলেন, এটিকে কেউ সুশাসন বললে বলব, মিথ্যা বলছেন। কেউ যদি বলেন দেশে সুশাসন আছে তাহলে বলব, আপনি মিথ্যুক।

আইনের শাসনের অনুপস্থিতি, মানবাধিকার লঙ্ঘন, বিচার বিভাগের স্বাধীনতা অমান্য করে দেশ চলতে পারে না উল্লেখ করে কামাল হোসেন বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘন হতে থাকলে, পুলিশকে অপব্যবহার করতে থাকলে আপনাদের শাস্তি হবে, এটি মনে রাখবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএইচআরএফের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন, বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি গোলাম রহমান প্রমুখ।

 

টাইমস/এইচইউ

Share this news on: