যোগ্যতা বিবেচনায় ড. মোমেনকে ভোট দিন: ইনাম

বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া, সাবেক প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী যোগ্যতা বিবেচনায় সিলেট-১ আসনে ড. একে আব্দুল মোমেনকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন।

শুক্রবার বিকেলে সিলেটে এক মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান। সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে ড. মোমেনের নৌকা প্রতীকের সমর্থনে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ইনাম আহমদ চৌধুরী সভায় যোগ দিলে আওয়ামী লীগ, অঙ্গসহযোগী সংগঠন ও প্রার্থী ড. মোমেন তাকে ফুল দিয়ে বরণ করেন।

বক্তব্যে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, এটা আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। আমি অনেক চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমি নিশ্চিত বলতে পারি, কোনো ভুল করিনি। বিএনপির বিবেচনাবোধের মৃত্যু আমি সহ্য করতে পারিনি।

তিনি বলেন, আমি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি। এখানে কোন ব্যক্তি স্বার্থ নেই। আমি মনে করি দেশকে উন্নয়নের পথে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার এটাই সঠিক পথ।

সিলেট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতিবাচক মনোভাবের কথা উল্লেখ ইনাম আহমদ চৌধুরী বলেন, বুধবার (১৯ ডিসেম্বর) আমি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগে যোগদান করি, তখন প্রায় একঘন্টা সময় তিনি আমাকে দিয়েছেন। এসময় সিলেট প্রসঙ্গে অনেক কথা হয়েছে। সিলেট নিয়ে তাঁর আলাদা দৃষ্টিভঙ্গি, আলাদা গুরুত্ব। তিনি মনেপ্রাণে সিলেটকে লালন করেন। এতো ইতিবাচক মনোভাব আমাকে অভিভূত করেছে।

তিনি বলেন, আমি যে দলে ছিলাম (বিএনপি) সেখানে সিলেটের এরকম স্বীকৃতি দেখিনি। এটা আমাকে অবাক করেছে।

সিলেট থেকে অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব শেখ হাসিনা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এখন সিলেটবাসীর দায়িত্ব হলো, শেখ হাসিনা যে প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন তাকে ভোট দিয়ে মনোনীত করা। নৌকার জয় মানে আমাদের উন্নয়ন-প্রত্যাশার জয়, শেখ হাসিনার জয়, বঙ্গবন্ধুর দর্শন ও মুক্তিযুদ্ধের চেতনার বিজয়।

তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগই এদেশের লক্ষ্যবস্তু বাস্তবায়ন করতে পারে। শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের নিবেদিত প্রাণ। তিনি সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই একই পথের সহযাত্রী হতে চাই। উন্নয়নের পথে আধুনিকীকরণে এগিয়ে যেতে চাই।

৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে তিনি দেশের সামগ্রিক স্বার্থে নৌকাকে বিজয়ী করার আহবান জানান।

ড. এ কে আব্দুল মোমেন ইনাম আহমদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা খুবই গর্বিত যে, বড় ভাই ইনাম আহমদ চৌধুরী সত্যকে উপলব্ধি করে আমাদের দলে যোগ দিয়েছেন। তাঁর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, পারিবারিকভাবেও তিনি আমাদের কাছের মানুষ।

তিনি বলেন, ইনাম চৌধুরী ব্যক্তিগতভাবে একজন সৎ ও উন্নত হৃদয়ের মানুষ। সারাজীবনই তিনি এদেশের উন্নয়ন ও মঙ্গলের স্বার্থে কাজ করেছেন। তাঁর মত ভাল লোক খুব কমই পাওয়া যায়। কিন্তু, তিনি যে দলে ছিলেন সে দল সম্মানীদের সম্মান দিতে জানে না।

বঙ্গবন্ধুকে সম্মান করা, ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন সমর্থন না করা এবং সম্প্রীতিতে বিশ্বাস করে বিরোধীপক্ষের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার কারণে ইনাম আহমদ চৌধুরী বিএনপির চক্ষুশীল হয়েছেন বলে মনে করেন ড. মোমেন। তিনি বলেন, আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে তিনি সঠিক জায়গায় পৌঁছেছেন। এর মাধ্যমে তিনি নিজের মর্যাদাকে সুরক্ষিত করেছেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুস, কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জর ধর ভোলা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক ড. এমএ আজিজ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম।

টাইমস/ কেআরএস

Share this news on:

সর্বশেষ

img
ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে Apr 26, 2024
img
৪৬তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যত নির্দেশনা Apr 26, 2024
img
পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ আটক ৩ Apr 26, 2024
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য জানালেন সাকিব Apr 25, 2024
img
গাজায় ২০ জনকে জীবন্ত কবর দেয়ার অভিযোগ Apr 25, 2024
img
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর Apr 25, 2024
img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024