আবেদনের ৪ বছর পর পাসপোর্ট পেলেন শফিকুল

যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম। ২০১৬ সালের ১৮ জানুয়ারি পাসপোর্টের জন্য আবেদন করেন।

বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়ার পর রোববার দুপুরে তাকে ডেকে নিয়ে পাসপোর্ট দিয়েছে কর্তৃপক্ষ।

শফিকুল বলেন, ‘২০১৬ সালের ১৮ জানুয়ারি আবেদনের পর ১৪ ফেব্রুয়ারি আমাকে পাসপোর্ট দেয়াও হয়। কিন্তু আবার তারা আমার কাছ থেকে তা ফিরিয়ে নেয়। তারা এর কোনো কারণ না জানিয়ে ২১ ফেব্রুয়ারি আবার আমাকে যেতে বলে। এরপর থেকে এ বছরের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আমাকে শুধু দিন দেয়া হয়েছে। পাসপোর্ট দেয়া হয়নি। তারা এর কোনো কারণও বলেনি।’

এ অবস্থায় তিনি গত মাসের ২৮ সেপ্টেম্বর ঢাকায় পাসপোর্ট অফিসে অভিযোগ পাঠান জানিয়ে বলেন, ‘অভিযোগের অনুলিপি পাঠিয়েছিলাম খুলনা বিভাগীয় কমিশনার, যশোরের জেলা প্রশাসক ও যশোর পাসপোর্ট অফিসের উপ-পরিচলকের কাছে। এরপর যশোর পাসপোর্ট অফিস থেকে খবর দেওয়া হয় পাসপোর্ট নেয়ার জন্য। প্রায় চার বছর পর রোববার দুপুরে আমাকে পাসপোর্ট দেন যশোর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সালাহউদ্দিন।’

এ বিষয়ে সালাহউদ্দিন বলেন, ‘আমি মাস ছয়েক আগে যশোরে এসেছি। বিষয়টি জেনে খোঁজ নিয়ে দেখি শফিকুলের পাসপোর্ট মিসিং হয়েছে। পরে আমি নিজে উদ্যোগী হয়ে সমস্যার সমাধান করি। আগের কর্মকর্তারা কেন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি তা আমি জানি না।

শফিকুলকে নতুন পাসপোর্ট দেয়া হয়েছে নাকি আগের পাসপোর্ট খুঁজে দেয়া হয়েছে তিনি তা জানাননি।

 

টাইমস/এসআই

Share this news on: