বুয়েটে গভীর রাতে ছাত্রকে পিটিয়ে হত্যা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হল থেকে আবরার ফাহাদ নামে এক ছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার গভীর রাতে বুয়েটের শেরে বাংলা হল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবরার ফাহাদ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। তিনি বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর রুমে থাকতেন। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুয়েটের ডা. মাসুক এলাহী গণমাধ্যমকে জানান, তিনি রাত্রিকালীন ডিউটিতে ছিলেন। অন্য ছাত্রদের মাধ্যমে খবর পেয়ে তিনি শেরে বাংলা হলের প্রথম ও দ্বিতীয় তলার মাঝামাঝি জায়গায় ফাহাদের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বুয়েট কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি জানান।

নিহত আবরার ফাহাদের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান ডা. মাসুক এলাহী।

চকবাজার থানার এসআই দেলোয়ার হোসেন জানান, আবরার ফাহাদের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ধারণা করা হচ্ছে, আবরার ফাহাদকে তার সহপাঠীরাই পিটিয়ে হত্যা করেছে।

আবরার হত্যায় বুয়েট ছাত্রলীগের দুই নেতা আটক

"রহস্যজনক মৃত্যু"র আগে আবরারের শেষ দুই স্ট্যাটাস

 

টাইমস/জিএস

Share this news on: