দুই দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন অমিত মিশ্র। সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের এই অভিজ্ঞ লেগ স্পিনার।
২০১৭ সালে শেষবার ভারতের জার্সিতে খেলা অমিত মিশ্র ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে নিয়মিতই খেলে যাচ্ছিলেন। ২০২৪ আসরেও খেলেছেন লখনৌ সুপার জায়ান্টের হয়ে। ভারতের জার্সিতে ২২ টেস্ট, ৩৬ ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি খেলে সর্বোমোট ১৫৬টি উইকেট শিকার করেছেন এই লেগ স্পিনার। ২০০৮ সালে মোহালিতে টেস্ট অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট শিকার করে আগমণের ঘোষণা দিয়েছিলেন অমিত।
আইপিএলে অন্যতম নির্ভরযোগ্য স্পিনার হিসেবে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পরিচিতি গড়ে তুলেছিলেন অমিত। ১৬২ ম্যাচে ১৭৪ উইকেট তাকে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় জায়গা এনে দিয়েছে। একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলে তার তিনটি হ্যাটট্রিক আছে। ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে, ২০১১ সালে ডেকান চার্জাস এবং ২০১৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে এই কীর্তি গড়েছিলেন তিনি।
চোট এবং নতুন প্রজন্মকে জায়গা করে দিতে অবসরের এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অমিত। তিনি বলেন, 'আজ, ২৫ বছর পর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি, এটি এমন একটা খেলা যেটি আমার প্রথম ভালোবাসা, আমার শিক্ষক এবং আনন্দের প্রধান উৎস।'
'এই যাত্রা ভরপুর ছিল অসংখ্য অনুভূতি, গর্বের মুহূর্ত, কষ্ট, শিক্ষা এবং ভালোবাসায়। আমি গভীরভাবে কৃতজ্ঞ বিসিসিআই, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমার কোচ, সাপোর্ট স্টাফ, সহকর্মী এবং সর্বোপরি ভক্তদের প্রতি, যাদের বিশ্বাস ও সমর্থন আমাকে প্রতিটি ধাপে শক্তি জুগিয়েছে।
এসএস/এসএন