অভিনেতা আরশাদ ওয়ার্সি তার প্রিয় শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং শুরু করেছেন পোল্যান্ডের ওয়ারশতে। ইনস্টাগ্রামে স্টাইলিশ এক ছবি শেয়ার করে তিনি খবরটি নিশ্চিত করেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে শাহরুখ অভিনয় করছেন এক অভিজ্ঞ খুনির চরিত্রে, যেখানে আছেন মেয়ে সুহানা খানও। বলিউডের আলোচিত এই সিনেমায় শাহরুখ ও সুহানার পাশাপাশি থাকছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফসহ আরও অনেক তারকা। যদিও আরশাদ ওয়ার্সির চরিত্র নিয়ে এখনো কিছু জানানো হয়নি, তবে তার উপস্থিতি বাড়িয়ে দিয়েছে দর্শকদের কৌতূহল!
ইএ/টিকে