বলিউডের চিরসবুজ নায়িকা রেখা সবসময়ই ছিলেন রহস্যে মোড়া এক তারকা। দীর্ঘ ক্যারিয়ারে তাঁকে ঘিরে অসংখ্য গুঞ্জন ও গল্প জন্ম নিয়েছে। তবে এর মধ্যে একটি কাহিনি প্রায়ই ফিরে আসে আলোচনায়— সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও পরবর্তী সময়ে রাজনীতিক ইমরান খানের সঙ্গে তাঁর কথিত প্রেম।
১৯৮৫ সালে প্রকাশিত একটি তারকা প্রতিবেদনে উঠে এসেছিল রেখা ও ইমরান খানের ঘনিষ্ঠতার কথা। পরবর্তী সময়ে সেই প্রতিবেদন আবারও ভাইরাল হলে গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়ে। বলা হয়, আশির দশকে প্রায়ই একসঙ্গে দেখা যেত তাঁদের। নানান সামাজিক অনুষ্ঠানে পাশাপাশি উপস্থিতি আর সমুদ্রসৈকতে ঘনিষ্ঠ মুহূর্ত— এসব দৃশ্য দেখে অনেকে ধারণা করতেন, কেবল বন্ধুত্ব নয়, এর চেয়েও গভীর সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। এমনকি অনেক গসিপ পত্রিকায় তাদের বিয়ের সম্ভাবনার আভাসও দেওয়া হয়েছিল।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, রেখার মা পুষ্পাভল্লী নাকি ইমরান খানের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন। এমনকি তিনি দিল্লিতে এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন মেয়ের ভাগ্য যাচাই করতে। সেখানে নাকি জানতে চেয়েছিলেন, ইমরান তাঁর কন্যার জন্য আদর্শ জীবনসঙ্গী হতে পারেন কি না। যদিও জ্যোতিষী কী বলেছিলেন তা জানা যায়নি, তবে বলা হয়েছিল, রেখার মা এই সম্পর্ককে আন্তরিকভাবে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন।
তবে শেষ পর্যন্ত সব গুঞ্জন থেমে যায়। না হয় বিয়ে, না হয় আনুষ্ঠানিক কোনো সম্পর্ক। রেখা ও ইমরান দুজনই নিজ নিজ জীবনের পথে এগিয়ে যান। তবুও বলিউডের ইতিহাসে রেখা–ইমরান খান অধ্যায় রয়ে গেছে অর্ধেক গুঞ্জন, অর্ধেক রহস্য হয়ে। এ বিষয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি তারা কেউই।
ইউটি/টিএ