ছোটখাটো ইনজুরি সমস্যা থাকলেও জন স্টোনসকে ইংল্যান্ড বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে রেখেছিল। ম্যানচেস্টার সিটি ডিফেন্ডারের তেমন কোনো উন্নতি হয়নি, তাই ঝুঁকি নিতে চান না ইংল্যান্ড কোচ থমাস টুখেল। স্টোনসকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
গত ২৯ আগস্ট ঘোষিত ২৪ সদস্যের দলে স্টোনস ছিলেন। তিনি সিটিজেনদের প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচেই খেলেছেন। কিন্তু শুক্রবার (৫ সেপ্টেম্বর) ইংল্যান্ডের ক্যাম্প থেকে স্টোনস ছাড়া পেয়েছেন। ফলে স্কোয়াডের আকার কমে দাঁড়াল ২৩। বিষয়টি নিশ্চিত করেছেন টুখেল নিজেই।
জার্মান কোচ বলেন, ‘সে ছোট ইনজুরি নিয়ে এসেছিল। আমরা যেমন আশা করেছিলাম, তেমন উন্নতি হয়নি। তাই আজ সকালে সে ক্যাম্প ছেড়ে গেছে। আমরা কোনো ঝুঁকি নেব না। অ্যান্ডোরার বিপক্ষেও নয়, সার্বিয়ার বিপক্ষেও নয়।’
এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচ খেলে ‘কে’ গ্রুপের শীর্ষে থাকা ইংল্যান্ড আগামীকাল অ্যান্ডোরার ও ৯ সেপ্টেম্বর সার্বিয়ার মুখোমুখি হবে। অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচটি ঘরের মাঠ ভিলা পার্কে হলেও সার্বিয়ার বিপক্ষে খেলতে হবে বেলগ্রেডের রাজকো স্টেডিয়ামে। প্রথম তিন ম্যাচের মধ্যে তারা আলবেনিয়াকে ২-০, লাটভিয়াকে ৩-০ ও অ্যান্ডোরাকে ১-০ ব্যবধানে হারায়।
ইংল্যান্ড স্কোয়াড
গোলরক্ষক: ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড ও জেমস ট্রাফোর্ড।
ডিফেন্ডার: ড্যান বার্ন, মার্ক গুয়েহি, রিস জেমস, এজরি কোনসা, মাইলস লুইস-স্কেলি, টিনো লিভ্রামেন্টো ও জেড স্পেন্স।
মিডফিল্ডার: এলিয়ট অ্যান্ডারসন, মরগ্যান গিবস-হোয়াইট, জর্ডান হেন্ডারসন, ডেকলাইন রাইস, মরগ্যান রজার্স ও অ্যাডাম হারটন।
ফরোয়ার্ড: জারদ বাউয়েন, এবেরেচি এজে, অ্যান্তোনি গর্ডন, হ্যারি কেন, ননি মদুয়েকে, মার্কাস রাশফোর্ড ও অলি ওয়াটকিন্স।