দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য ১৫ আগস্ট ঘোষিত দলে পরিবর্তন আনল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে নটিংহ্যামশায়ার ওপেনার বেন ডাকেটকে।
ওয়ানডে সিরিজ শেষে প্রোটিয়াদের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের টি-২০ সিরিজটি শুরু হবে ১০ সেপ্টম্বর। ১২ সেপ্টেম্বর দ্বিতীয় ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচ। ডাকেন বিশ্রাম পাওয়ায় দলে ঢুকেছেন স্যাম কারান।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হবে ১৭ সেপ্টেম্বর। ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় ও ২১ সেপ্টেম্বর তৃতীয় টি-২০ দিয়ে সিরিজ শেষ হবে। ডাকেট এই সিরিজের দলে নেই। কারান দলে ঢুকেছেন। কদিন আগে এই সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে হান্ড্রেড মাতানো জর্ডান কক্সকে।
দ্য হান্ড্রেডের এবারের আসরটা দারুণ কেটেছে কক্সের। তার দল ওভাল ইন্সিভিন্সিবল তো শিরোপা জিতেছেই, কক্স নিজেও হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। শিরোপা জেতার পথে ১৭৩.৯৩ স্ট্রাইকরেটে ৩৬৭ রান করেছেন। টুর্নামেন্টে সর্বোচ্চ ছক্কা (২২) ও তৃতীয় সর্বোচ্চ চারও মেরেছেন। ফাইনালে তার ব্যাট থেকে ২৮ বলে গুরুত্বপূর্ণ ৪০ রানের একটি ইনিংস এসেছে।
আয়ারল্যান্ড সিরিজের জন্য ইংল্যান্ডের দলে আরেকটি পরিবর্তন আছে। স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে ম্যাথিউ পটসকে। পটস ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলবেন।
দক্ষিণ আফ্রিকা সিরিজের টি-২০ স্কোয়াড
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম ডওসন, স্যাম কারান, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ ও লুক উড।
আয়ারল্যান্ড সিরিজের টি-২০ স্কোয়াড
জ্যাকব বেথেল (অধিনায়ক), জর্ডান কক্স, রেহান আহমেদ, সনি বেকার, স্যাম কারান, টম ব্যান্টন, জস বাটলার, লিয়াম ডওসন, টম হার্টলে, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট ও লুক উড।