বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে ঘরের মাঠ থেকে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। সামনে আর কতদিন আর্জেন্টিনার হয়ে খেলবেন তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে মেসি নিজেও যে খুব বেশি দিন আর খেলবেন না তা বেশ স্পষ্ট। এরই মধ্যে উঠছে প্রশ্ন, মেসির অবসরের পর আর্জেন্টিনার অধিনায়কত্বের আর্মব্যান্ড পরবেন কে?
আর্জেন্টাইন জনপ্রিয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, মেসির উত্তরসূরি হিসেবে যে চারজনের নাম এগিয়ে রয়েছে- ক্রিশ্চিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজ, লাউতারো মার্টিনেজ এবং নিকোলাস তালিয়াফিকো।
বর্তমান দলে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে সেরা তিন পছন্দ হলেন লিওনেল মেসি, নিকোলাস ওটামেন্ডি ও ক্রিশ্চিয়ানো রোমেরো। তবে, মেসির মতো ওটামেন্ডিও ঘোষণা করেছেন যে, তিনি ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। ফলে, মেসির পাশাপাশি দ্বিতীয় পছন্দের ওটামেন্ডিকেও আর বেশি দিন আর্জেন্টিনা দলে পাবেন না।
তবে দলের সবচেয়ে সেরা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো এখনও দলে রয়েছেন। ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারকে আর্জেন্টিনার নতুন অধিনায়ক হিসেবে বেছে নিতে পারেন লিওনেল স্কালোনি। রোমেরো ইতোমধ্যে জুনে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন যা তার ক্যাপ্টেন হিসেবে যোগ্যতার প্রমাণ দেয়।
এছাড়া, এমিলিয়ানো মার্টিনেজও অধিনায়কত্বের জন্য এক শক্তিশালী প্রার্থী। অ্যাস্টন ভিলার হয়ে বেশ কিছু ম্যাচে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তার খেলা বা শরীরী ভাষায়ও আছে নেতাসুলভ গুণাবলী। এর ফলে, স্কালোনি তাকে অধিনায়ক হিসেবে বেছে নেয়ার সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে, লাউতারো মার্টিনেজ যিনি ইন্টার মিলানের অধিনায়ক এবং আর্জেন্টিনা দলের অন্যতম মূল ফুটবলারও। স্কালোনি তাকে অধিনায়ক হিসেবে বেছে নিলে তেমন অদ্ভুত কিছু হবে না। লাউতারোর নেতৃত্বের অভিজ্ঞতা এবং দলের প্রতি অবদান তাকে এই দৌড়ে এগিয়ে রাখছে।
সবশেষে, ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকোও এই দৌড়ে আছেন। গত পাঁচ বছরে আর্জেন্টিনার চারটি শিরোপা জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ২০১৮ সালে স্কালোনি দায়িত্ব নেওয়ার পর প্রথম দুটি ম্যাচে তিনি অধিনায়ক ছিলেন এবং তার পুনরায় অধিনায়কত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয়, লিওনেল স্কালোনি কোন খেলোয়াড়কে আর্জেন্টিনার পরবর্তী অধিনায়ক হিসেবে নির্বাচন করেন।
এবি/টিকে