বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা সরকারী কলেজ, আবু আব্বাছ ডিগ্রী কলেজ, আঞ্জুমান সরকারী উচ্চ বিদ্যালয়, দত্ত উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানে উশৃংখলতা বন্ধে সরকারের কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি করে তারা।
টাইমস/এইচইউ