জার্মানিতে বন্দুকধারীর গুলিতে দুই জন নিহত

জার্মানিতে একটি সিনাগগের কাছে বন্দুকধারীর গুলিতে অন্তত দুই জন নিহত এবং বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার পূর্বের নগরী হ্যালের পলস্ জেলায় গুলির এ ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার ইহুদি ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র দিন ‘ইওম কিপুর’ পালিত হচ্ছে। ইহুদিরা এদিন ২৪ ঘণ্টার বেশি সময় রোজা রাখে।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে এক টুইটে বলা হয়, প্রাথমিক তথ্যানুযায়ী হ্যালে নগরীতে দুইজন নিহত হয়েছেন। সেখানে আরো বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। হামলার পর সন্দেহভাজন হামলাকারীরা একটি গাড়িতে করে পালিয়ে যায়। আমরা হামলাকারীদের খুঁজছি।

যেহেতু সন্দেহভাজন হামলাকারী এখনো গ্রেপ্তার হয়নি তাই পুলিশ পলস্ বাসিন্দাদের ঘরের ভেতর অবস্থান করার পরামর্শও দিয়েছে। পুরো জেলায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিল্ড জানায়, সেনাবাহিনীর পোশাক পরা এক বন্দুকধারী এ হামলা চালিয়েছেন। তার হাতে কয়েকটি অস্ত্র ছিল।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, সিনাগগের কাছের একটি কবরস্থানের দেয়ালের উপর দিয়ে কেউ একজন গ্রেনেড জাতীয় কিছু ছুড়ে মেরেছিলেন।

এ হামলার পর হ্যাল নগরীর প্রধান ট্রেন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানায় ডয়চে বান।

 

টাইমস/এইচইউ

Share this news on: