হাসিনা ও রেহানার মধ্যে একটা কোল্ড ওয়ার ছিল বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, ‘হাসিনা এবং তার ছোট বোন রেহানার মধ্যে একটা কোল্ড ওয়ার ছিল। আমরা তাদের খুব ঘনিষ্ঠ দেখেছি। আমরা তাদের দেখেছি বরফের মধ্যে বা বরফের দেশে গিয়ে খুনসুটি করতে।
আবার তাদের দুই বোনকে সঙ্গে রেখে জুনাইদ আহমেদ পলক ছবি তুলেছেন সেই দৃশ্যগুলোও আমরা দেখেছি। কিন্তু এখন আপনি যদি রাজনীতির সমীকরণ ধরেন, সেই সমীকরণে মনে হবে যে এই দুজনের মধ্যে কার্যত সুসম্পর্ক ছিল না। এমনকি শেখ পরিবারের মধ্যে যে বন্ধনের কথা আমরা দেখেছি বা শুনেছি সেটিও তাদের মধ্যে ছিল না।’
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, ‘আধুনিক পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন নানা কারণে একটি বিস্ময় হয়ে থাকবে। এর কারণ হলো—৫ তারিখ দুপুর ১২টা পর্যন্ত বলতে গেলে সব কিছুই সরকারের নিয়ন্ত্রণে ছিল। রাস্তাঘাটে বিক্ষোভ হচ্ছিল, কারফিউ চলছিল। কিন্তু এরপর হঠাৎ করে কী হলো? তিনি চলে গেছেন।
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার প্রতি মানুষের যে রাগ ছিল কিংবা ক্রোধ ছিল বা ক্ষোভ ছিল, সেই ক্ষোভ যদি প্রকাশ পেত এবং তিনি যদি হেলিকপ্টারে ওঠার সুযোগ না পেতেন তাহলে একটা নতুন ইতিহাস তৈরি হতো। আমি কখনো এ রকম কোনো ইতিহাস পড়িনি যেখানে রাজা, রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান জনতার হাতে ধরা পড়েছেন এবং গণপিটুনিতে তিনি মারা গিয়েছেন। কিন্তু বাংলাদেশে সেই জিনিসটিই হতো।’
ইউটি/টিএ